৫০% যাত্রী নিয়ে পরিষেবা! সব স্টেশনে না দাঁড় করিয়ে লোকাল ট্রেন চালানোর প্রস্তাব
Continues below advertisement
দ্রুত লোকাল ট্রেন চালাতে চায় রাজ্য সরকার। রেলের সঙ্গে বৈঠকে একাধিক প্রস্তাব রাজ্য সরকারের। ‘জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে চালু হোক ট্রেন।’ কীভাবে লোকাল ট্রেন চালু, ৫ নভেম্বর চূড়ান্ত বৈঠক। কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে, তা নিয়ে বৈঠক হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল চালানোর প্রস্তাব দেওযা হয়েছে। একটি লোকালে ১২০০-র বদলে ৬০০ যাত্রীর ভাবনা। ১০ থেকে ১৫ শতাংশ লোকাল দিয়ে শুরু করতে চায় রেল। তারপরে ২৫ শতাংশ লোকাল চালানোর প্রস্তাব রেলের। লোকালে দাঁড়িয়ে যাওয়ার সংস্থান রাখছে না রেল। সব স্টেশনে লোকাল ট্রেন না দাঁড় করানোর প্রস্তাব।
Continues below advertisement