বিজেপির নবান্ন অভিযান নিয়ে আপত্তি রাজ্যের, 'আইন সবার জন্যে সমান হওয়া উচিত', প্রতিক্রিয়া দিলীপের
বিজেপির নবান্ন অভিযান মিছিলে আপত্তি রাজ্যের। যুব মোর্চা নেতৃত্বকে পাল্টা চিঠি স্বরাষ্ট্র দফতরের। জনসাধারণের অসুবিধা করে জমায়েত বা বিক্ষোভ নয়, চিঠিতে সুপ্রিম কোর্টের শাহিনবাগ-রায়ের উল্লেখ। করোনাকালে ২৫ হাজার মানুষের জমায়েত বেআইনি, মহামারী আইনের পরিপন্থী বিজেপির নবান্ন অভিযান। গতমাসে ২০ হাজার তৃণমূল সমর্থক মিছিল করেছিল, হাথরসের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমেছিলেন। আইন তো শুধু বিজেপির জন্যে নয়, তৃণমূলের জন্যেও থাকা উচিত, বার্তা দিলীপ ঘোষের।
Tags :
State VS Opposition BJPs Campaign TMC Vs BJP Shaheen Bagh ABP Live Abp Ananda Nabanna Hathras CM Dilip Ghosh Mamata Banerjee