একুশের আগে শুভেন্দু অধিকারীর কার্যকলাপ কতটা প্রভাব ফেলবে নির্বাচনে? কী বলছেন পর্যবেক্ষকরা?

Continues below advertisement

জেলায় জেলায় যাচ্ছেন পরিবহনমন্ত্রী। তৃণমূলের ব্যানার ছাড়াই জনসংযোগ কর্মসূচি সারছেন। এসব কীসের ইঙ্গিত? তৃণমূলে থাকবেন না অন্য দলে যাবেন? রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। কিন্তু এসবে কার্যত বিভ্রান্ত শুভেন্দুর অনুগামীরা। অধিকারী গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস কার্যত আড়াআড়ি বিভক্ত। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিধানসভা ভোটের আগে এখন থেকে সংগঠন সাজানোর সময়। এখন শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতার অবস্থান ঘিরে যদি বিভ্রান্তি তৈরি হয়, তবে তার প্রভাব ভোটেও পরতে পারে। আর এই পরিস্থিতিতে তাঁর ক্ষোভ উপশমে সক্রিয়তা শুরু হয়েছে তৃণমূল শিবিরে। জানা যাচ্ছে তাঁর সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের এক সাংসদ। আর এক সাংসদের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে। শুভেন্দু অধিকারী কি তৃণমূলে থাকবেন? সূত্রের খবর, শুভেন্দু যাতে দল না ছাড়েন, সেই চেষ্টা শুরু করেছে তৃণমূল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram