‘আমি নির্বাচিত প্রতিনিধি, কারও মনোনীত নই’, তমলুকের সভার মন্তব্যের পর আজ Subhendu Adhikary র রামনগরের সভার দিকে নজর তৃণমূল-বিজেপির

Continues below advertisement

Subhendu Adhikary গতকাল Tamluk-এ মন্তব্য করেন যে তিনি নির্বাচিত একজন প্রতিনিধি। তিনি elected candidate, selected candidate নন। এই মন্তব্যের পর আজ রামনগরে তাঁর আরেকটি সভা রয়েছে। যেদিকে তাকিয়ে রয়েছে সকলে। অরাজনৈতিক মঞ্চ থেকে একের পর এক মন্তব্যের জেরে জল্পনা তুঙ্গে। তাঁর অরাজনৈতিক সভাতেও চোখে পড়ার মতো ভিড়। ভোট যত এগোচ্ছে ততই জল্পনা বাড়ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে।

সমবায় ব্যাঙ্কের পদে তিনি মনোনীত নন, সব জায়গাতেই নির্বাচিত। অর্থাৎ, মানুষ চেয়েছে বলেই পদে রয়েছেন তিনি। সরাসরি কাউকে আক্রমণ না করলেও, এই মন্তব্য করে নতুন করে জল্পনা উস্কে দিলেন শুভেন্দু অধিকারী।

একাধিক দফতরের মন্ত্রিত্বের পাশাপাশি বিভিন্ন সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের দায়িত্ব সামলান শুভেন্দু। বুধবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সমবায় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। সেখানেই তাঁর বক্তব্য ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram