'প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হলে দিন আনা-দিন খাওয়া মানুষের আরও বিপদ', মন্তব্য সুজন চক্রবর্তীর
করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী জানান, রাজনীতিতে পরিচিত মানুষ প্রণব মুখোপাধ্যায়। বহু দফতর সামলেছেন তিনি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। তিনি আরও বলেন, এর থেকেই স্পষ্ট হয়ে গেল যে, বড়ো-ছোটো, ধনী-দরিদ্র কাউকেই রেয়াত করছে না করোনা। এদের এই অবস্থা হলে দিন আনা দিন খাওয়া মানুষরা আরও বিপদে। এক্ষেত্রে সরকারের উদ্যোগ অতি দুর্বল, জানালেন সুজন।
Tags :
Pranab Mukherjee Corona Positive Pranab Mukherjee Health Update ABP News Live Bengali Sujan Chakraborty ABP Ananda LIVE Corona Abp Ananda Covid-19