ABP News

Suvendu Adhikari at Nandigram: 'শুভেন্দু অধিকারী আপনাদের সেবক ছিলেন, আছেন, থাকবেন', রাজনীতি এড়িয়ে নন্দীগ্রামের পাশে থাকার বার্তা রাসের মঞ্চে

Continues below advertisement
মহিষাদলের পর আজ নন্দীগ্রামে রাসমেলা উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। 
তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন , কিন্তু দল এখনও ছাড়েননি। অনেকেই মনে করেছিলেন আজ রাসমেলার উদ্বোধনে তিনি কোনও রাজনৈতিক বার্তা দেবেন। অনেকেরই নজর ছিল সেদিকে।  এর আগে কখনও নন্দীগ্রামে রাস উত্‍সবে অংশ নেননি তিনি।  এই উত্‍সবের উদ্যোক্তা তৃণমূল শাসিত পঞ্চায়েতেরই এক সদস্য।  নন্দীগ্রামের বিধায়কের এই অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সেখানে তিনি কিছু বলেন  কি না, তা নিয়ে কৌতুহল ছিল তুঙ্গে। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola