Suvendu Adhikari vs Mamata Banerjee: আমি আসব শুনে অনেকে পগারপার হয়ে গেছেন, নাম না করে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর, কুরুচিকর মন্তব্য, পাল্টা তৃণমূল

Continues below advertisement
নন্দীগ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। ‘আমি আসব শুনে অনেকে পগারপার হয়ে গেছেন। আবার যখন কর্মসূচি ঘোষণা করবে, আমি আবার আসব।’ নাম না করে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। ছবিতে কালি লাগানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হুঁশিয়ারি। 
নন্দীগ্রামে শুভেন্দুর কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা। অভিযোগ, সোনাচূড়া ও গোপালনগর থেকে আসার পথে ভূতার মোড়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। শুভেন্দুর দাবি, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৩টি গাড়ি। বিজেপির দাবি, হামলার পর থেকেই নিখোঁজ বেশ কয়েকজন কর্মী। হুঁশিয়ারির সুরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এর ফল ভুগতে হবে। যদিও এনিয়ে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। 
এরপরেই মমতার উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু। পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অত্যন্ত কুরুচিকর মন্তব্য। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকারের সব ক্ষমতা উপভোগ করার পর এই কুরুচিকর বিবৃতি শুভেন্দুর মুখে মানায় না। সবাই জানেন অখিল গিরি অসুস্থ। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা পিছিয়ে দেওয়া হয়েছে। তার জন্য এই ধরনের মন্তব্য করা অনুচিত।’
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram