Suvendu Adhikari Joins BJP: বাংলায় অর্থনীতি শেষ হয়ে গেছে, চাকরি নেই, তোলাবাজ ভাইপো হঠাও, আক্রমণ শুভেন্দুর

Continues below advertisement
শনিবার মেদিনীপুরের দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাত ধরে মঞ্চ উঠলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ধরলেন অমিত শাহের (Amit Shah) হাত। বললেন 'ভারতমাতা কি জয়'। তারপর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন অমিত শাহ-কে (Amit Shah)। সম্বোধন করলেন বড় দাদা বলে। বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু বললেন, নেতাগিরি করব না। BJP-র পতাকা লাগাতে বললে লাগাব, দেওয়াল লিখতে বললেন লিখব। ছাত্র রাজনীতি করে উঠে এসেছি। শুভেন্দু অধিকারীর সঙ্গেই আজ একগুচ্ছ নেতা ও কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন তিনি বলেন, 'অমিত শাহের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। যবে থেকে তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে পূর্ব উত্তর প্রদেশের দায়িত্বে ছিলেন, তবে থেকে অমিত শাহ আমার বড় দাদা।' তৃণমূলের নাম না করে তাঁর কটাক্ষ, 'আমি ছাত্র রাজনীতি করে এখানে এসেছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এখানে পৌঁছেছি। আমাকে বিশ্বাসঘাতক বলছে?' তিনি বলেন, 'এখন দেখলে কষ্ট হয়, আজ এই দল ব্যক্তিকেন্দ্রিক। এখানে আত্মসম্মান নিয়ে থাকা যায় না। যেখানে আস্থা নেই, যেখানে বিশ্বাস নেই। যেখানে সম্মান নেই। সেখানে থাকব না। এটাই আমাদের মেদিনীপুরের গর্ব।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram