'কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী ভাইপো' - কাঁথি থেকে তিরে তিরে ঘাসফুল শিবিরকে বিদ্ধ করলেন Suvendu Adhikari

Continues below advertisement
'আমার অন্য ভাইপোতে আপত্তি নেই। আমার তোলাবাজ ভাইপোতে আপত্তি' - বিশাল রোড শো।
জনজোয়ার। আর সেখান থেকেই ফের একবার শুভেন্দু অধিকারীর নিশানায় ভাইপো!
পরে সভা থেকেও নিশানায় সেই ভাইপোই।

বুধবার শুভেন্দু অধিকারীর বাড়ির অদূরে দাঁড়িয়ে তাঁকে বিশ্বাসঘাতক ও মীরজাফর বলে আক্রমণ করেছিলেন সৌগত রায় ও ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার রোড শো থেকে শুরু সভা...বারবার সৌগত রায় ও ফিরহাদ হাকিমকে জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram