Suvendu Adhikari Resigns: 'TMC সার্কাস পার্টি, মালিক-ডিরেক্টর-প্রোডিউসার আছেন, বাকিরা কর্মচারী হিসেবে কাজ করেন', কটাক্ষ Dilip Ghosh-র
Continues below advertisement
Suvendu Adhikari-র পদত্যাগ নিয়ে Dilip Ghosh বলেন, 'আগে থেকেই সূচনা আসছিল Suvendu Adhikari TMC ছাড়তে পারেন। গুঞ্জন চলছিল। আর এটা হওয়ারই ছিল। কারণ ওই দলের থাকার মতো পরিবেশ নেই। এটা শেষের শুরু হল TMC-র। দলটাই উঠে যাবে। যদি Suvendu Adhikari আমাদের দলে যোগদান করতে চান আমরা সমাদরে তাঁকে গ্রহণ করব। TMC-র সংগঠন বলে কিছু নেই। ওটা একটা মেলা। ওটা একটা সার্কাস পার্টি। মালিক আছেন। ডায়রেক্টর-প্রডিউসার আছেন। বাকিরা কর্মচারী হিসেবে কাজ করেন। যাঁরা কর্মচারী হিসেবে থাকতে চান না, সম্মানের সঙ্গে থাকতে চান তাঁরা আজ ওই দলে থাকতে পারছেন না।'
Continues below advertisement
Tags :
KKhabar Bangla News Suvendu Adhikari Resigns Irrigation Department Transport Ministry Khobor Bangla Live News Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Abp Ananda TMC Dilip Ghosh Suvendu Adhikari Mamata Banerjee