Suvendu Adhikari: TMC সুপ্রিমোর নির্দেশের পরেই পূর্ব মেদিনীপুরে অপসারিত ৪ শুভেন্দু ঘনিষ্ঠ
Continues below advertisement
মমতার নির্দেশের পরেই অপসারিত ৪ শুভেন্দু অনুগামী।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলীয় স্তরে দলীল নেতাদের বৈঠকে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু নেতা কর্মীর নামে অভিযোগ জমা পড়েছিল। যার পরই জেলা সভাপতি শিশির অধিকারীকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।
আর এদিনই অপসারিত হন কাঁথি-২ নম্বর ব্লকের TMC সহ সভাপতি উত্তম বারিক, কাঁথি-১ নম্বর ব্লকের TMC সভাপতি মৃন্ময় পণ্ডা -সহ নন্দকুমারের TMC-র ব্লক সভাপতি সুকুমার বেরা এবং নন্দীগ্রাম-১ ব্লকের তৃণমূল সভাপতি মেঘনাদ পাল।
কেন সরিয়ে দেওয়া হল তা যারা সরিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করার বার্তা দিয়ে দল ও শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকার বার্তাই দিয়েছেন অপসারিত নেতারা।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলীয় স্তরে দলীল নেতাদের বৈঠকে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু নেতা কর্মীর নামে অভিযোগ জমা পড়েছিল। যার পরই জেলা সভাপতি শিশির অধিকারীকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।
আর এদিনই অপসারিত হন কাঁথি-২ নম্বর ব্লকের TMC সহ সভাপতি উত্তম বারিক, কাঁথি-১ নম্বর ব্লকের TMC সভাপতি মৃন্ময় পণ্ডা -সহ নন্দকুমারের TMC-র ব্লক সভাপতি সুকুমার বেরা এবং নন্দীগ্রাম-১ ব্লকের তৃণমূল সভাপতি মেঘনাদ পাল।
কেন সরিয়ে দেওয়া হল তা যারা সরিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করার বার্তা দিয়ে দল ও শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকার বার্তাই দিয়েছেন অপসারিত নেতারা।
Continues below advertisement