পরে অনুশোচনা করতে হবে, সিন্ধিয়াকে আক্রমণ এনসিপি নেতা তারিক আনোয়ারের, 'কোনও সঙ্কট নেই কমলনাথ সরকারের', দাবি অর্জুন সিংহের
মধ্যপ্রদেশের পরিস্থিতি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ কংগ্রেস মুখপাত্র রশিদ আলভির। বললেন, "এটাই বিজেপির চরিত্র, তারা সব জায়গায় এভাবে ক্ষমতা দখল করতে চায়।" এনসিপি নেতা তারিক আনোয়ারের মন্তব্য, "এর জন্য পরে অনুশোচনা করতে হবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে।" অন্যদিকে মধ্যপ্রদেশের বিধায়ক অর্জুন সিংয়ের দাবি, ১৬ মার্চ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন তাঁরা।
Tags :
Rashid Alvi Tariq Anwar Jyotiraditya Scindia ??? Arjun Singh MP Abp Ananda NCP Kamal Nath BJP Congress