টেকনো ইন্ডিয়া গ্রুপের অন্তর্গত সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দ্রুত বিশেষ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে, লাগবে না ফি
Continues below advertisement
টেকনো ইন্ডিয়া গ্রুপের অন্তর্গত সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দ্রুত বিশেষ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অনলাইনে এই কেন্দ্রীয় পরীক্ষায় বসার জন্য কোনও ফি দিতে হবে না। যেসব বিভাগের জন্য পরীক্ষা হবে, সেগুলি হল---ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ফার্মেসি, বিজ্ঞান, নার্সিং, ম্যানেজমেন্ট ও বাণিজ্য, আইন, মিডিয়া-জার্নালিজম-মাস কমিউনিকেশন, হোটেল ম্যানেজমেন্ট, কলা বিভাগ ও সোশাল সায়েন্স, ফাইন আর্টস-ডিজাইন-পারফর্মিং আর্টস। টেকনো ইন্ডিয়া গ্রুপের তরফে জানানো হয়েছ, এ ব্যাপারে বিস্তারিত জানতে ও আবেদন করতে www.technoindiagroup.in-এ লগ ইন করতে হবে।
Continues below advertisement
Tags :
Admission Test In Techno India Group. ABP Ananda Techno India Group Techno India Group College