Rajib Banerjee resigns: 'গোটা তৃণমূল দলই বেসুরো', রাজীবের পদত্যাগ প্রশ্নে খোঁচা সুজনের

Continues below advertisement
একমাসে তিন জন পদত্যাগ করল! এটা কী হচ্ছে? গোটা তৃণমূল দলটা বেসুরো। এদিন এ ভাষাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষের সুরে বিঁধেছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) ইস্তফা প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "কী কারণে যান ও কী কারণে থাকেন তাঁরাই বলতে পারবেন। বিজেপির পুরনো নেতারা এখন কোথায়? যাঁরা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে পারল না দলের প্রতি আনুগত্য দেখাতে পারল না, যাঁরা ক্ষমতা ভোগ করল, তাঁদের নিয়ে বিজেপি এখন দল গঠন করে পরিবর্তন চাইছে। এমনি হেরে বসে আছে। এরাজ্যে বিজেপির অবস্থা এমনই যে, ভাড়া করা প্লেয়ারদের দিয়ে তাদের চালাতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিরাট ইঞ্জিন। কোন স্টেশনে কে নামল সেটা বড় কথা নয়। ইঞ্জিন চলবেই।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram