‘একাধিক মউ সই হয়েছে কিন্তু কতটা লগ্নি এসেছে?’, কটাক্ষ রাজ্যপালের, ‘রাজ্য বিজেপির ক্যাডার হবেন না’, পাল্টা কল্যাণ
Continues below advertisement
গতকালও নিজের ট্যুইটে রাজ্য সরকারকে খোঁচা দিয়েছিলেন রাজ্যপাল। প্রশ্ন তুলেছিলেন, রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল বিজনেস সামিটে লাভ কি হয়েছে? একাধিক মউ সই হয়েছে। গ্লোবাল বিজনেস সামিট-এ বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাস্তবে প্রতিটি গ্লোবাল বিজনেস সামিট থেকে কতটা বিনিয়োগ এসেছে? রাজ্যপালের ট্যুইটের পাল্টা তৃণমূল। ‘সংবিধানে কী আছে তা আগে জানুন। সরকারের কাজে হস্তক্ষেপের কতটা অধিকার আছে আপনার, এসব জেনে তবে প্রশ্ন তুলুন। রাজ্য বিজেপির ক্যাডার হবেন না’, ট্যুইট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
Continues below advertisement
Tags :
Tweet Fight ABP News Live Bengali Governor Of Bengal Kalyan Banerjee Jagdeep Dhankar ABP Ananda LIVE State Government Abp Ananda Mamata Banerjee