Abhishek Banerjee-র সঙ্গে বৈঠকের পর সুর নরম Satabdi Roy-এর, ফেসবুকে অভিষেকের ভূয়সী প্রশংসা

Continues below advertisement
দিল্লি যাওয়ার কথা বলেও শতাব্দী এক্সপ্রেস ইউটার্ন করেছিল শুক্রবারই। শনিবার সুর আরও নরম করলেন বীরভূমের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। আগেই ফেসবুকে নিজের অবস্থান জানানোর কথা বলেছিলেন। সেই মতো এদিন শতাব্দী রায়ের ফ্যানস ক্লাবের ফেসবুক পেজে তিনি লিখেছেন তৃণমূল পরিবারের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে আমার সবিস্তারে আলোচনা হয়েছে। আমি সমস্যার জায়গাগুলি জানিয়েছি। তিনিও শুনেছেন এবং আলোচনা হয়েছে। এই আলোচনা ইতিবাচক। সমস্যার সমাধান হবে বলে আমি আশাবাদী। এই সমস্যাগুলি নিয়ে ফেসবুকে প্রথম সরব হয়েছিলেন অভিনেত্রী-সাংসদ। বহু কর্মসূচীর খবর আমায় দেওয়া হয় না। না জানালে আমি যাব কী করে? এই নিয়ে আমারও মানসিক কষ্ট হয়। আপনাদের সঙ্গে থাকতে আমার ভাল লাগে। কিন্তু মনে হয়, কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। এমন কী দিল্লি গিয়ে অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের সম্ভাবনাও শুক্রবার সকালে উড়িয়ে দেননি বীরভূমের সাংসদ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram