এবার 'বেসুরো' হরিণঘাটার তৃণমূল নেতা উত্তম সাহা, ভাঙন অব্যাহত থাকার ইঙ্গিত!

Continues below advertisement
সামনেই বাংলার মসনদ দখলের যুদ্ধ। তার আগে শিবির বদলের হিরিক রাজ্য রাজনীতিতে। শনিবার মেদিনীপুরের অমিত শাহের (Amit Shah) সভায় শিবির বদল করলেন ১০ জন বিধায়ক ও এক সাংসদ।
এই প্রেক্ষিতে এবার নদিয়াতেও তৃণমূলে ভাঙনের ইঙ্গিত। বেসুরো হরিণঘাটার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম সাহা। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ। তাঁর অভিযোগ, না জানিয়েই তাঁকে সভাপতি থেকে সহ সভাপতি পদে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের অন্দরে ফের দল বদলের ইঙ্গিত পেয়ে উৎসাহী বিজেপি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram