TMC MLA Laxmiratan Shukla Quits Ministry: 'ওকে পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার অনুরোধ করব', লক্ষ্মীরতন শুক্লর মন্ত্রীত্ব পদ ত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া Saugata Roy-র

TMC MLA Laxmiratan Shukla Quits Ministry: মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল (Laxmiratan Shukla)। রাজনীতি থেকে অবসর চেয়ে পদত্যাগ। ফিরে যেতে চান ক্রিকেটের জগতে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন লক্ষ্মীরতন। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) জানান, "আমি খুব দুঃখিত। ও ক্রিকেটার, মন্ত্রী ও মানুষ হিসেবে খুব ভালো। ওর কি অসুবিধা তা তো ও আগে কখনও দলে বলেনি। মন্ত্রীত্ব ছেড়েছে, এখন পরবর্তী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীই নেবেন। তবে আমরা ওকে পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার অনুরোধ করব। মুখ্যমন্ত্রী যেমন বলবেন, তেমন কাজ করব।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola