'মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই, ওদের কি হবে' ! তমলুকে তৃণমূলের গো ব্যাক স্লোগানের পর দিলীপ ঘোষের পাল্টা
Continues below advertisement
কৃষি আইনের সমর্থনে আজ পূর্ব মেদিনীপুরে ময়নায় দিলীপ ঘোষের প্রচার কর্মসূচি। তার আগে তমলুকে প্রাতঃভ্রমণে বিজেপি রাজ্য সভাপতিকে কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মীরা সঙ্গে গো ব্যাক স্লোগান। এই নিয়ে উত্তেজনা ছড়ায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দায়। অন্যদিকে আজ কৃষি আইনের সমর্থনে ময়নার বাগচায় সভা করবেন দিলীপ ঘোষ। তাঁর আগে তমলুকের শ্রীরামপুর থেকে ময়না সেতু পর্যন্ত মিছিল।
Continues below advertisement