TMC's Protest Amit Shah's Visit: 'জাতীয় সঙ্গীত বদলানো হলে রক্ত দেবো', জোড়াসাঁকোতে হুঁশিয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement
কাটআউটে রবীন্দ্রনাথের অবমাননার অভিযোগ। জোড়াসাঁকোতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। তৃণমূল ছাত্র পরিষদের ডাকে এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, 'নতুন সংসদ ভবন তৈরি করছেন, কিছু বলিনি। কিন্তু জনগণমন অধিনায়ক পরিবর্তন করলে রক্ত দিয়ে দেবো। জাতীয় সংগীতের অনুভুতির সঙ্গে আমাদের অনুভূতি মিলেমিশে একাকার।একে আঘাত করা যাবে না।' এদিন বেলা বাড়ার পর সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তখন তিনি এই ধর্না কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে অবহিত করেছিলেন।সম্প্রতি  অমিত শাহের বোলপুর সফরের প্রচারে একটা কাটআউট ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই কাটউটে স্বরাষ্ট্রমন্ত্রীর নীচে ছোট করে রবীন্দ্রনাথ ছিলেন। এই কাটঅউটের প্রতিবাদে জোড়াসাঁকোতে এই কর্মসূচি। ইতিমধ্যে বঙ্গ সফরের দ্বিতীয় দিনে এদিন বেলা বাড়ার পর শান্তিনিকেতন ফুটবল মাঠের হেলিপ্যাডে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে যান বিশ্বভারতী। এদিন সন্ধ্যায় তাঁর দিল্লি ফেরার কথা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram