ফটাফট: নাদিয়ালে আক্রান্ত তৃণমূল বিধায়ক, গড়ফায় প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ, দেখুন আরও খবর
এক এলাকায় বিদ্যুৎ, অন্ধকারে অন্য পাড়া। প্রতিবাদে রাস্তা অবরোধকে ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল নাদিয়াল। ইটের আঘাতে জখম মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা। তাঁকে ভর্তি করা হয়েছে সিএমআরআইতে। উমপুনের ৬ দিন পর বহু এলাকায় নেই বিদ্যুৎ-পানীয় জল। গড়ফায় প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ। কোনও বড় রাস্তা বন্ধ নেই, ঘরে ঘরে পুরসভার পানীয় জল। ব্যর্থতা মানতে নারাজ ফিরহাদ।
Tags :
Nadial Amphan Effects Cyclone Effects Cyclone Amphan Effects Amphan Effect Amphan Devastation Cyclone Amphan Devastation Trinamool Congress Firhad Hakim Abp Ananda TMC