‘স্ট্র্যাটিজিক ভোটেই জয়’, মহুয়া, মুকুলের সাফাই, ‘মূল্যায়ন অনেক সময়ই ভুল হয়’
Continues below advertisement
কালিয়াগঞ্জ, খড়গপুরের পর করিমপুরও তৃণমূলের। করিমপুরে ২৪ হাজার ১১৯ ভোটে জয়ী তৃণমূল। করিমপুরে তৃণমূল পেয়েছে ১ লক্ষ ২ হাজার ২১টি ভোট। করিমপুরে বিজেপি পেয়েছে ৭৮ হাজার ৫০২টি। বাম-কংগ্রেস জোট পেয়েছে ১৮ হাজার ৪১৫টি ভোট। যেখানে আক্রান্ত জয়প্রকাশ, ২টি বুথে বিজেপির প্রাপ্তি ৪০ ভোট। ১টি বুথে বিজেপির প্রাপ্তি মাত্র ২, আরেকটিতে ৩৮।
Continues below advertisement