রবীন্দ্রনাথ ঘোষের সভার আগেই তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত কোচবিহার, কটাক্ষ বিজেপির
মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সভার আগেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ। ভাঙচুর অঞ্চল সভাপতির গাড়ি। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা নেতৃত্বের। অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। গতকাল বাজার এলাকায় দু'পক্ষ জড়ো হলে সংঘর্ষ বেঁধে যায়। ভাঙচুর করা হয় এলাকায় থাকা গাড়িঘোড়ায়। বেশ কিছুজন আহতও হয়েছেন। দু'পক্ষেরই অভিযোগ বহিরাগত দুষ্কৃতি এনে তাদের উপর অতর্কিতে হামলা চালিয়েছে অপর পক্ষ। তৃণমূলের কোন্দল সামনে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা বলেন, 'তৃণমূল প্রতিদিন কোচবিহারের উপর সন্ত্রাস চালাচ্ছে। ওরা নিজেদের এলাকায় নিজেরাই দখল করতে চাইছে। নিজের আখের গোছানোর জন্য ও এলাকা দখলের জন্য ওরা প্রতিদিন লড়াই করে যাচ্ছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুপক্ষের মোট ১২জনকে।'