রাজ্যে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩৭

Continues below advertisement
রাজ্যে আরও ২ জন করোনা আক্রান্তের মৃত্যু।  এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় ৫ জনের মৃত্যু হল। আক্রান্ত ৩৭।  
গতকাল রাতে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬২ বছরের এক প্রৌঢ়ের করোনায় মৃত্যু হয়েছে।
হাওড়ার গোলাবাড়ি আইএলএস হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্ত ৫৭ বছরের এক প্রৌঢ়ের। দুজনেরই মৃত্যু হয় গতকাল সন্ধেয়।  করোনা পজিটিভ -এই রিপোর্ট আসে রাতে।  
এনআরএসে যাঁর মৃত্যু হয়েছে তাঁর বাড়ি উল্টোডাঙায়। তাঁর বিদেশ ভ্রমণের কোনও যোগসূত্রে এখনও পাওয়া যায়নি বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।  সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।  গতকাল রাত ৯টায় নমুনা পরীক্ষার রিপোর্ট আসে এসএসকেএম থেকে। তার আগেই তাঁর মৃত্যু হয়।  
গোলাবাড়ির আইএলএস হাসপাতালে যে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে, তাঁর বাড়ি হাওড়ার মল্লিকফটকে।  সোমবার তিনিও প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল সন্ধেয় মৃত্যু হয়। নাইসেড থেকে রিপোর্ট আসে তার পরে।   ওই প্রৌঢ়ের স্ত্রী, পুত্রবধূ, ভাই এবং ভাইপোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram