দুর্গাপুজোয় নাইট কার্ফু সংক্রান্ত 'ভুয়ো পোস্ট করে' পুলিশের জালে ২

Continues below advertisement
দুর্গাপুজো নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে গুজব ছড়ানোর অভিযোগ। গ্রেফতার দুই। ধৃত শুভ্রজিৎ চট্টোপাধ্যায় বরানগর ও রাজু বিশ্বাস ঘোলার বাসিন্দা। দু’জনের বিরুদ্ধে ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে।

দেড় মাস বাকি বাঙালির সবথেকে বড় উৎসবের। কেমন হতে চলেছে করোনাকালে দুর্গোৎসব? সেই দিকেই অধীর আগ্রহে তাকিয়ে মানুষ এবং অবশ্যই পুজো কমিটিগুলো। এরই মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি পোস্ট ভাইরাল হয়। পশ্চিমবঙ্গ সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে, পঞ্চমী থেকে একাদশী, বিকেল পাঁচটার পর থেকে ভোর চারটে পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। এছাড়াও মণ্ডপে ঢোকা-প্রতিমা দর্শন নিয়েও একগুচ্ছ নিয়মবিধি। মণ্ডপের আশেপাশে স্টল সংক্রান্ত নানা বিধিনিষেধ। এই পোস্টটি নিমেষে ভাইরাল হয়। হোয়াটসঅ্যাপ ফেসবুক মারফত ছড়িয়ে পড়ে প্রত্যেকের কাছে, শুরু হয় বিভ্রান্তি।

ঘটনাটি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই তিনি সোজাসুজি জানিয়ে দেন দুর্গাপুজোয় কার্ফু জারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ভেদাভেদ সৃষ্টিতে আইটি সেলকে কাজে লাগাচ্ছে কিছু দল। ব্যবস্থা নেবে পুলিশ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram