নেই গার্ড, টেনশন! বাড়ি বসে বই-মোবাইল খুলেই হল পরীক্ষা, রাজ্যে শুরু কলেজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল

Continues below advertisement
কলেজ বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ফাইনাল পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। বেশিরভাগই পরীক্ষা দিচ্ছেন বাড়িতে বসে। কিন্তু যেখানে ইন্টারনেট পরিষেবা মিলছে না বা যে পরীক্ষার্থীরা ইন্টারনেটের সুযোগ নিতে পারছেন না, তাঁদের কেউ কেউ কলেজে গিয়ে পরীক্ষা দিচ্ছেন। তবে কলেজেও অভিনব ছবি। পরীক্ষার্থীর পাশে ব্যাগ। নজরদারির কেউ নেই। কলকাতার আচার্য জগদীশচন্দ্র বোস কলেজে দেখা গেল সেই ছবি।

বীরভূমের বোলপুরে পল্লিবালা মহিলা কলেজে পরীক্ষার্থীরা একইভাবে পরীক্ষা দিচ্ছেন। বীরভূমেরই লাভপুরে শম্ভুনাথ কলেজের প্রায় ৩০০ পরীক্ষার্থী স্থানীয় মাদ্রাসার মাঠে বসে খাতায় লিখে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা শেষে তাঁরা কলেজে খাতা জমা দেবেন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram