করোনাকালে বাড়িতে বসে বই খুলে পরীক্ষা, ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে উত্তরপত্র
Continues below advertisement
রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা এবার বাড়িতে বসেই। অনলাইনে এই পরীক্ষায় থাকছে বই খুলে লেখারও সংস্থান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বাড়িতে বসে পরীক্ষার পথে হাঁটতে চলেছে যাদবপুর, বিদ্যাসাগর, রায়গঞ্জের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়ও।
Continues below advertisement
Tags :
University Final Exam University Of Calcutta Online Exams ABP Ananda LIVE Corona Jadavpur University UGC Abp Ananda