ফল থেকে সব্জি, বাজারদর আগুন, লক্ষ্মী পুজোর আয়োজন করতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ
Continues below advertisement
রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। তার আগে বাজার আগুন। ফল থেকে সব্জি, সবকিছুর দামই আকাশ ছোঁয়া। দাম বেড়েছে প্রতিমারও। সবেমাত্র দুর্গাপুজো গেছে। এখন লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। আলু, পিঁয়াজের দাম বেড়েছে দুর্গাপুজোর আগে থেকেই। লক্ষ্মীপুজোর কারণে ফলের দামও চড়া। দাম বেড়েছে নারকেল ও কলারও। ছোটো নারকেল ৩০ টাকায়, বড়ো নারকেল বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
Continues below advertisement