প্রয়াত দক্ষিণেশ্বর শ্রী সারদামঠের প্রবীণা সন্ন্যাসিনী প্রব্রাজিকা বেদান্তপ্রাণা
প্রয়াত দক্ষিণেশ্বর শ্রী সারদামঠের প্রবীণা সন্ন্যাসিনী প্রব্রাজিকা বেদান্তপ্রাণা। ভুগছিলেন যকৃতের রোগে। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মৃত্যু। শুক্রবার সকাল ১০টা ২০-তে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে প্রয়াত হন তিনি। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ভুগছিলেন যকৃতের রোগে। প্রব্রাজিকা বেদান্তপ্রাণা ছিলেন দক্ষিণেশ্বর শ্রী সারদামঠের প্রবীণা সন্ন্যাসিনী। স্বামী বিশুদ্ধানন্দর মন্ত্রশিষ্যা। ১৯৬৬ সালে সারদামঠে যোগদান করেন বেদান্তপ্রাণা। ১৯৭১ সালে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেন এবং ১৯৭৮ সালে দীক্ষিত হন সন্ন্যাসব্রতে।
বিভিন্ন সময়ে কাজ করেছেন নিবেদিতা স্কুল, বিবেকানন্দ বিদ্যাভবন এবং দিল্লির রামকৃষ্ণ সারদা মিশনে। ১৯৮৭ সালে মঠের প্রথম বাংলা মুখপত্র ‘নিবোধত’ প্রকাশিত হয়। তখন তাঁর সম্পাদিকা ছিলেন প্রব্রাজিকা বেদান্তপ্রাণা। সম্পাদনা করেছেন বিভিন্ন গ্রন্থ।
বিভিন্ন সময়ে কাজ করেছেন নিবেদিতা স্কুল, বিবেকানন্দ বিদ্যাভবন এবং দিল্লির রামকৃষ্ণ সারদা মিশনে। ১৯৮৭ সালে মঠের প্রথম বাংলা মুখপত্র ‘নিবোধত’ প্রকাশিত হয়। তখন তাঁর সম্পাদিকা ছিলেন প্রব্রাজিকা বেদান্তপ্রাণা। সম্পাদনা করেছেন বিভিন্ন গ্রন্থ।
Tags :
Ramakrishna Sarada Math Ramakrishna Math Pravrajika Vedantaprana Ramakrishna Mission ABP Ananda LIVE Dakshineswar Swami Vivekananda Abp Ananda