Victoria Slogan Controversy: 'রামের নাম শুনতে পারেন না', কটাক্ষ দিলীপের, মুখ্যমন্ত্রীকে 'অপমান'-এর প্রতিবাদে সরব তৃণমূল

Continues below advertisement
ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনে সরকারি অনুষ্ঠান। মঞ্চে প্রধানমন্ত্রী, রাজ্যপাল। পোডিয়ামের দিকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । ঠিক সেই মুহূর্তেই দর্শকাসন থেকে উঠল জয় শ্রীরাম ধ্বনি। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সেদিন আর বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী। ভোটমুখী বাংলায় এই নিয়ে তীব্র রাজনীতি শুরু হয়েছে। প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। সুর চড়িয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ট্যুইট, 'এক ঝাঁক বানরের মধ্যে একা সিংহির মতো দাঁড়িয়ে রইলেন তিনি'। বিজেপিও নিজেদের মতো যুক্তিজাল বোনার চেষ্টা করে চলেছে। 'রামের নাম শুনতে পারেন না, তাঁর অন্তিম সময় এসে গেছে', পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram