লকডাউন অমান্য করে সব্জি বাজারে ভিড়
অসচেতনতার ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোড সবজি বাজারে। প্রশাসনের উদ্যোগে রাস্তা থেকে তুলে স্থানীয় ক্লাবের মাঠে বসানো হয় বাজার। তবে দূরত্ব বজায় না রেখেই বাজার করছেন ক্রেতারা। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বিডিও।
করোনা সতর্কতা অমান্য করে মালদার রথবাড়ি বাজারে ভিড়। প্রশাসনের তরফে রাস্তায় গণ্ডি কেটে দেওয়া হয়। তারপরও পুলিশের সামনেই তা উপেক্ষা করে বাজার করছেন ক্রেতারা।
করোনা সতর্কতা অমান্য করে মালদার রথবাড়ি বাজারে ভিড়। প্রশাসনের তরফে রাস্তায় গণ্ডি কেটে দেওয়া হয়। তারপরও পুলিশের সামনেই তা উপেক্ষা করে বাজার করছেন ক্রেতারা।
Tags :
Rathbari Market Chandrakona Road Coronavirus Latest News Malda Abp Ananda Police West Midnapore Coronavirus Covid-19