WB Elections 2021: 'নতুন সূর্যোদয় ঘটবে, নতুন ভোর আসবে,' শুভেন্দু অনুগামীদের পোস্টারে 'নতুন' রাজনৈতিক জল্পনা

Continues below advertisement

বারাসাতে ফের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুগামীদের ফ্লেক্স। ফ্লেক্সে লেখা রয়েছে 'নতুন সূর্যোদয় ঘটবে, নতুন ভোর আসবে'। বারাসত ডাকবাংলো মোড়ে লাগানো হয়েছে ফ্লেক্স। সরগরম এলাকা। স্থানীয় Trinamool Congress নেতৃত্বের বক্তব্য, কে বা কারা এই ফ্লেক্স লাগিয়ে গেছেন তাঁরা জানেন না। এরই মধ্যে জল্পনার আবর্তে চলে এলেন রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রী তথা TMC-র তরুণ মুখ বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। 'যারা দুর্নীতিগ্রস্ত, তারা স্তাবক বলে তাঁদের সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে', মন্তব্য বনমন্ত্রীর। শনিবার এই মন্তব্য করে বিস্ফোরণ ঘটিয়েছিলেন বনমন্ত্রী। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তাঁর সমর্থনে পোস্টার পড়েছিল উত্তর কলকাতার নানা জায়গায়। কোনও পোস্টারে লেখা 'সততার প্রতীক', কোনও পোস্টারে লেখা 'কাজের মানুষ কাছের মানুষ'। সোমবারও দেখা গিয়েছে একই ছবি। হাওড়ার বিভিন্ন জায়গায় পড়েছে 'রাজীবদা'র সমর্থনে পোস্টার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram