Paray Paray Samadhan: ছোট সমস্যা মেটাতে বড় উদ্যোগ, দুয়ারে সরকারের পর 'পাড়ায় পাড়ায় সমাধান' কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর
Continues below advertisement
দুয়ারে সরকারের পর রাজ্য এবার নিয়ে আসছে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। বোলপুরে প্রশাসনিক সভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছোটখাটো সব কর্মসূচি এর মধ্যে পড়বে। মঞ্চ থেকে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapon Banerjee) বলেন, 'কোটি কোটি মানুষের কাছে যেমন দুয়ারে সরকারের সুবিধা পৌঁছেছে। পাশাপাশি সঙ্গে পাড়ায় সমাধান, নতুন বছরে নতুন অভিযান। ব্যক্তিগত ও পরিবারের সমস্যার সমাধানে সাহায্য করেছে 'দুয়ারে সরকার'। অন্যদিকে পাড়ার সমস্যার সমাধান করবে নতুন 'পাড়ায় পাড়ায় সমাধান' কর্মসূচি। নতুন কর্মসূচির জন্য ইতিমধ্যেই পৃথক টাস্ক ফোর্স গঠিত হয়েছে।'
Continues below advertisement
Tags :
Paray Paray Somadhan West Bengal Elections 2021 ABP Ananda LIVE Abp Ananda TMC West Bengal Elections With ABP Ananda Mamata Banerjee