উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি, জলমগ্ন চাবাগান, ১৫ জুলাই পর্যন্ত জারি লাল সতর্কতা
Continues below advertisement
উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি। জলমগ্ন ডুয়ার্সের একাধিক চাবাগান। জল বাড়ছে আলিপুরদুয়ারের তোর্সা ও কালজানি নদীর। জলমগ্ন শিলিগুড়িও। একাধিক জায়গা জলমগ্ন। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। ১৫ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি।
Continues below advertisement
Tags :
ABP News Live Bengali Meteorological Department Rain In North Bengal ABP Ananda LIVE North Bengal Siliguri Heavy Rain Abp Ananda