পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ, জেনে নিন কনকনে শীত পড়তে আর কতদিন?

Continues below advertisement
শেষ কয়েকদিন ধরেই গোটা রাজ্যে শীতের আমেজ। আজ তাপমাত্রা বাড়লেও স্বাভাবিকের মধ্যেই রয়েছে। আজ কলকাতার তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী দুই-এক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। যদিও জেলাগুলিতে এখনও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচেই রয়েছে। উত্তরবঙ্গে কিছু যায়গায় পারদ ১০ ডিগ্রির নীচে নেমেছে। সব মিলিয়ে গোটা রাজ্যেই শীতের আমেজ বজায় রয়েছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে Cyclone 'নিভার'। আজ রাতে পুদুচেরি ও তামিলনাড়ু উপকুলের কাছে তা আছরে পড়তে চলেছে। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। যদিও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram