West Bengal Elections 2021: তৃণমূলের 'দুয়ারে সরকার' বনাম বিজেপির 'আর নয় অন্যায়', তুঙ্গে কর্মসূচির লড়াই
Continues below advertisement
ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। সংগঠনকে চাঙ্গা করতে একাধিক রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে রাজনৈতিক দলগুলি। এবার লড়াই কর্মসূচির।
ইতিমধ্যেই দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। পথে নেমেছেন রাজ্যের মন্ত্রীরা। অন্যদিকে আরও একবার 'আর নয় অন্যায়' কর্মসূচি নিয়েছে BJP। বুধবার পাণ্ডবেশ্বর বাজারে মিছিল করেন যুব মোর্চার সদস্যরা। শুধু 'আর নয় অন্যায়' কর্মসূচিই নয়, 'গৃহ সম্পর্ক' কর্মসূচিও শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা BJP।
বৃহস্পতিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন BJP কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, Trinamool Congress-এর সন্ত্রাস, দুর্নীতি ও অপশাসন নিয়ে প্রচার করা হবে।
ইতিমধ্যেই দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। পথে নেমেছেন রাজ্যের মন্ত্রীরা। অন্যদিকে আরও একবার 'আর নয় অন্যায়' কর্মসূচি নিয়েছে BJP। বুধবার পাণ্ডবেশ্বর বাজারে মিছিল করেন যুব মোর্চার সদস্যরা। শুধু 'আর নয় অন্যায়' কর্মসূচিই নয়, 'গৃহ সম্পর্ক' কর্মসূচিও শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা BJP।
বৃহস্পতিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন BJP কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, Trinamool Congress-এর সন্ত্রাস, দুর্নীতি ও অপশাসন নিয়ে প্রচার করা হবে।
Continues below advertisement
Tags :
Aar Noy Annay Program Duare Duare Sarkar ABP Ananda WB Election Coverage Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Trinamool Congress Abp Ananda West Bengal Assembly Election 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda West Bengal Elections 2021 West Bengal Elections