West Bengal Assembly Election 2021: ক্ষমতায় এলে বাংলায় আয়ুষ্মান প্রকল্প চালু করার ডাক Amit Shah-এর গলায়

Continues below advertisement
বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে বলে জানালেন অমিত শাহ। দিবাস্বপ্ন দেখছেন, পাল্টা কটাক্ষ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পিএম কিষাণ প্রকল্প নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন অমিত শাহ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বঙ্গের বিধানসভা ভোটে ২০০ আসন জেতার টার্গেট আগেই ঠিক করে দিয়েছিলেন অমিত শাহ! এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় শোনা গেল, বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর কথা!!!

এই প্রেক্ষাপটে অনেকেরই মনে পড়ে গিয়েছে, ২০১১ সালের ২৩ মে-র কথা। ক্ষমতায় এসে প্রথম ক্যাবিনেটের বৈঠকেই সিঙ্গুরে টাটাদের কারখানার জন্য নেওয়া জমির মধ্যে ৪০০ একর জমি ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত কয়েকবছর ধরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে কয়েকটি বিষয়ে সংঘাত চরমে উঠেছে তার মধ্যে অন্যতম হল ‘আয়ুষ্মান প্রকল্প’। মোদি সরকারের এই প্রকল্পকে বাংলায় চালু না করা নিয়ে রাজ্যের শাসকদলকে ক্রমাগত আক্রমণ করেছে বিজেপি। অন্যদিকে ভোটের আগে রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালুকে গেমচেঞ্জার হিসেবে দাবি করছে তৃণমূল কংগ্রেস।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram