West Bengal Assembly Election 2021: 'পিকে-কে দিয়ে দলে বিভাজন তৈরি করা হচ্ছে', বিস্ফোরক Trinamool Congress বিধায়ক অনন্তদেব অধিকারী

Continues below advertisement
Prashant Kishore নিয়ে এবার বিস্ফোরক ময়নাগুড়ির Trinamool Congress বিধায়ক। 'দল হারলে হারবে  Prashant Kishore-এর জন্যই। Prashant Kishore-এর বিরুদ্ধে অনন্তদেব অধিকারী। তিনি বলেন, 'গণ আন্দোলনের কোনও কর্মসূচি নেই। শুধুমাত্র দেনা পাওনা দিয়ে সংগঠনকে শক্তিশালী করা যায় না। দ্বিতীয়ত Prashant Kishor-এর টিমের কারণেই কারণেই সংগঠনের আরও ক্ষতি হয়েছে। এখনও আমরা গণ আন্দোলন গড়ে তুলতে পারিনি। Prashant Kishore-কে দিয়ে দলের মধ্যে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। তাঁর টিমে যাঁরা নিযুক্ত আছে তাঁরা কেউ রাজনীতির লোক নয়। তাঁরা গ্রামের মানুষের সঙ্গে মিশতে জানেন না।' Prashant Kishore-কে দোষ দিয়ে লাভ নেই। তিনি একজন স্ট্র্যাটেজিস্ট।  তিনি এসেছেন লোকসভা ভোটের পরে। মন্তব্য Trinamool Congress নেতা Saugata Roy-এর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram