কাল দায়িত্ব পেয়ে আজ থেকেই তৎপর বিজেপি নেতারা, আজ থেকেই শুরু মিটিং, কী কী নিয়ে আলোচনা?
একুশের নির্বাচনকে মাথায় রেখে বাংলাকে পাঁচটি জোনে ভাগ করে পাঁচ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব বিজেপির। গতকাল দায়িত্ব পাওয়ার পর, আজ থেকেই তত্পর বিজেপি নেতারা। দুর্গাপুরে সাংগঠনিক বৈঠকে রাঢ়বঙ্গ জোনের দায়িত্বপ্রাপ্ত বিনোদ সোনকর। হাওড়ার উলুবেড়িয়ায় সাংগঠনিক বৈঠকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও ত্রিপুরা জয়ের কারিগর, সুনীল দেওধর। নদিয়ার রানাঘাটে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন নবদ্বীপ জোনের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে। কলকাতা জোনের বৈঠকে থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম। পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে এই বৈঠক হবে।