West Bengal District News Update: ভোররাতে ধূপগুড়ি বাজারে আগুন, করোনা জয় করেও হাসপাতালে মৃত্যু চিকিৎসকের

ভোরপাতে ধূপগুড়ি বাজারে আগুন। আগুন লেগে ভস্মীভূত বহু দোকান। পুড়ে গিয়েছে জামাকাপড়, দশকর্মা ভান্ডার, মনিহারি জিনিসের দোকান। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়াতে পারে কয়েক কোটি টাকা। করোনা থেকেও সেরে উঠেও হল না রক্ষা। হাসপাতালেই মৃত্যু জলপাইগুড়ির দন্ত চিকিৎসকের। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের প্রাক্তন সভাপতি ছিলেন তিনি। সাংগঠনিক সভা নয়, শনিবার মেদিনীপুরে জনসভা করবেন অমিত শাহ। সেই সভাতেই Suvendu Adhikari-সুনীলদের BJP-তে যোগদান বলে সূত্রের খবর।  Suvendu Adhikari-র তৃণমূল ত্যাগের পর হলদিয়ায় INTTUC-এর কার্যালয় ভাঙচুর।  শুভেন্দুর ছবি সরিয়ে টাঙানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। "দলের কোনও সম্পর্ক নেই। আবেগের বহিঃপ্রকাশ।" দাবি তৃণমূল নেতৃত্বের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola