West Bengal Election 2021: 'রাজ্যে ঢপবাজের সরকার, কেন্দ্রে ধাপ্পাবাজের সরকার', ৯ বছর পর গড়বেতায় সরব Sushanta Ghosh

Continues below advertisement
বারুইপুরে চন্দ্রিমা ভট্টাচার্যের জনসভার মধ্যেই প্রায় ৯ বছর পর গড়বেতায় সভা করেন CPM নেতা Sushanta Ghosh। এদিনের সভায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সেই সভা থেকে সুশান্ত ঘোষ বলেন, 'এই সরকারের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। TMC আর BJP আলাদা কিছু না।' তাঁর কটাক্ষ, 'তৃণমূল এত খারাপ তার সম্বন্ধে ব্যাখ্যা করা যায় না। কিন্তু BJP তার থেকেও খারাপ।' রাজ্যে চলছে ঢপবাজের সরকার আর কেন্দ্রে চলছে ধাপ্পাবাজের সরকার। গড়বেতার সভা থেকে আক্রমণ সুশান্ত ঘোষের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram