West Bengal Election 2021: ১৪টি জেলার পুলিশকর্তা ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে উপ নির্বাচন কমিশনার
Continues below advertisement
ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। মেদিনীপুর, বর্ধমান ও প্রেসিডেন্সি ডিভিশনের ১৪টি জেলার পুলিশকর্তা ও জেলাশাসকের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। এছাড়াও বৈঠক রয়েছে স্বাস্থ্যসচিবের সঙ্গে। কথা হবে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে। স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব, এডিজি আইনশৃঙ্খলার সঙ্গেও বৈঠক রয়েছে। পাশাপাশি মুখ্য রাজনৈতিক দলগুলির সঙ্গে ১০ মিনিট করে বৈঠক কর্মসূচি স্থির করা হয়েছে। সব মিলিয়ে আজ তাঁর একাধিক কর্মসূচি।
Continues below advertisement
Tags :
Deputy Election Commission Sudip Jain DEC Sudip Jain Kolkata WB Polls 2021 With ABP Ananda BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections WB Elections 2021 WB Election 2021 TMC WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections