একের পর এক BJP নেতা খুন, নাড্ডার কনভয়ে হামলা! রাজ্যে এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী চাইলেন কৈলাস

Continues below advertisement

এখনই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই Kailash Vijayvargiya-র চাঞ্চল্যকর দাবি। গুরুত্ব দিতে নারাজ TMC। রাষ্ট্রপতি শাসনের দাবি মুকুলের। তৃণমূল সরকার সংখ্যাগরিষ্ঠ, পাল্টা জবাব সৌগতর। একদিকে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে ঘিরে তুঙ্গে কেন্দ্র-রাজ্য তরজা। এরই মধ্যে শনিবার হালিশহরে খুন হন বিজেপির বুথ সভাপতি। ২৪ ঘণ্টার মধ্যে পূর্বস্থলীতে খুন হলেন আরও এক বিজেপি কর্মী। রাজনৈতিক এই হিংসার মধ্যে কি রাজ্যে সুষ্ঠূভাবে বিধানসভা ভোট সম্ভব? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে রাজ্যে এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুললেন Kailash Vijayvargiya। যদিও বিজেপির এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram