West Bengal Election 2021:'রাজীব আমার ছোট ভাই, স্নেহের' নরম ফিরহাদ, 'শুভেন্দুর বিষয় ব্যক্তিগত, আমি আমার মতো', পোস্টার-বিতর্কে বললেন রাজীব

Continues below advertisement

তিনি মুখ খুললেই বিস্ফোরণ। কখনও স্তাবকতা নিয়ে সরব হয়েছেন, কখনও তাঁর মন্তব্যে পথ বদলানোর জল্পনা উস্কে দিয়েছে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশার মধ্যেই বনমন্ত্রীর একের পর এক মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল নেতৃত্বের। শেষমেশ রাজীব বন্দ্যোপাধ্যায়ের বাড়তে থাকা ক্ষোভ প্রশমনে পদক্ষেপ শাসকদলের। তৃণমূল মহাসচিবের ডাকে রবিবার ১২টা ১৫ নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে আসেন রাজীব। তার কিছু আগেই চলে আসেন প্রশান্ত কিশোর। প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠক হয় তিনজনের মধ্যে। বনমন্ত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে দাবি, বৈঠকে ক্ষোভের সুরে রাজীব বলেন, দক্ষতা-যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে কাজে লাগানো হচ্ছে না, অথচ যাদের দক্ষতা-যোগ্যতা কম, তারা গুরুত্ব পাচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram