West Bengal Election: 'অশিক্ষিতের দল বিজেপি', খড়দহের সভায় সরব তাপস রায়

Continues below advertisement
একদিকে খড়দহে তৃণমূলের সভায় বক্তব্য রাখেন মন্ত্রী তাপস রায়। অন্যদিকে কাঁথিতে রোড শো করেন শুভেন্দু অধিকারী। তাপস রায় বিজেপিকে বিঁধতে গিয়ে বলেছেন, 'এত অশিক্ষিত রাজনৈতিক দল আমি দেখিনি। যারা তৃণমূলকে বিঁধতে গিয়ে অশ্লীল কথা, অরাজনৈতিক কথা, কুকথা অনবরত বলে চলেছে।' তিনি দাবি করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মা, একজন নারী, বোন, দিদি, নারীশক্তি। আপনারা কখনও নারীশক্তির অপমান বরদাস্ত করবেন না।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram