West Bengal Elections 2021: তৃণমূলে যোগ দিলেন অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, জোড়াফুলের পতাকা নিলেন রশিদ-কন্যাও

তৃণমূলে যোগ দিলেন অভিনেতা দীপঙ্কর দে (Dipankar De) ও ভরত কল (Bharat Kaul)। রশিদ খানের কন্যা শাওনা খানও তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি যোগ দিলেন ছোটপর্দার পরিচিত মুখ লাভলি মৈত্র। আজ সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা ব্রাত্য বসু (Bratya Basu)। সেখান থেকে তিন কৃষকদের পাশে থেকে রিহানা ও গ্রেটা থুনবার্গের ট্যুইট ও তাঁদের বিরোধিতায় বাকিদের ট্যুইট নিয়েও কথা বলেন। 'দিল্লি থেকে নেতাদের আসতে হচ্ছে বিজেপিতে যোগদানকারীদের হাতে পতাকা তুলে দিতে। কেন স্থানীয় নেতারা করতে পারছেন না?', কটাক্ষ ব্রাত্যের। তিনি যোগ করেন, "পুরোটাই কি দিল্লিই নিয়ন্ত্রণ করবে?'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola