West Bengal Elections 2021: 'আশা করি ডায়মন্ড হারবারের পুনরাবৃত্তি হবে না', নাড্ডার সফর নিয়ে তৃণমূলকে কটাক্ষ Babul Supriyo-র
বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) নিরাপত্তা প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, 'আগের দিন ওঁর গাড়িটি বুলেট প্রুফ না হলে বড় একটি অঘটন ঘটে যেত। কেন্দ্রের যে কোনও উপদেশকে অমান্য় করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইউএসপি। একজনকে উনি প্রমোশন দিলেন। বোমা শিল্প তৃণমূলের (TMC) শিল্প। আশা করব আগের গাফিলতির পুনরাবৃত্তি আজকে হবে না।
Tags :
Sovan Chatterjee TMC West Bengal Assembly Election 2020 Trinamool Congress Babul Supriyo J P Nadda