West Bengal Elections 2021: বুথ দখল করতে এলে কাপড় কাচার মতো ধোলাই, হুঙ্কার বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement
বুথ দখল করতে এলে কাপড় কাচার মতো ধোলাই। হুঙ্কার বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। 
পাল্টা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন, ‘পাগলের কথায় কিছু যায়-আসে না।’
অন্যদিকে, এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে শান্তিপুরের বিধায়ক। দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন অরিন্দম ভট্টাচার্য। কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগদান। তৃণমূলের আগে কংগ্রেসে ছিলেন অরিন্দম ভট্টাচার্য। তিনি ফের দলবদল করলেন।
আজ বিজেপিতে যোগ দেওয়ার পর অরিন্দম বলেন, ‘বাংলার লক্ষ লক্ষ যুবকের হাতে কোনও কাজ নেই। লকডাউনের সময় অনেক আশা নিয়ে ফিরেছিলেন। রাজ্যে ফিরলেও কোনও কাজ পাননি পরিযায়ীরা। বাংলায় কাজ না পেয়ে ফের ভিনরাজ্যে সেই যুবকরা। পশ্চিমবঙ্গ বললেই আজ সকলের সামনে দুর্নীতির ছবি। বাংলায় আজ কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। নরেন্দ্র মোদির আত্মনির্ভর স্লোগানে ভরসা আছে। মোদির নেতৃত্বে আত্মনির্ভর হবে বাংলা। প্রথমে প্রাধান্য ছিল আমার বিধানসভা কেন্দ্রের উন্নয়ন। আমার কাছে আগে মানুষ, তারপর রাজনীতি। সেজন্য কংগ্রেস ছেড়ে তৃণমূলকে সমর্থন করেছিলাম। বাংলায় আজ চাকরি পেতে কিডনি বিক্রি করতে হচ্ছে। এই পশ্চিমবঙ্গ আমি চাইনি। চাই না আর কাউকে চাকরি পেতে কিডনি বিক্রি করতে হোক। আত্মনির্ভর শান্তিপুর, আত্মনির্ভর বাংলা দেখতে চাই। বাংলার হারানো গৌরব পুনরুদ্ধার হবে মোদির নেতৃত্বে।’
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram