West Bengal Elections 2021: দায়িত্ব পেয়েই দুর্গাপুরে সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে Vinod Sonkar
দুর্গাপুরে সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন রাঢ় বঙ্গ জোনের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা বিনোদ সোনকার। Amit Shah-র বেঁধে দেওয়া টার্গেট পূরণে আত্মবিশ্বাসী সোনকার। পাল্টা কটাক্ষ তৃণমূলের।
পাখির চোখ একুশের ভোট, বিশেষ দল গঠন করেছে বিজেপি। রাজ্যকে ৫টি জোনে ভাগ করে নির্বাচনী যুদ্ধে ঝাঁপাচ্ছে বিজেপি। ৫ জোনের দায়িত্বে বিজেপির ৫ কেন্দ্রীয় নেতা। জোনওয়াড়ি দায়িত্বে সুনীল দেওধর, বিনোদ সোনকার, দুষ্মন্ত গৌতম, বিনোদ তাওড়ে। একুশের ভোটের আগে জোনের দায়িত্বে হরিশ দ্বিবেদীও। জেলায় জেলায় বুথ স্তরে পৌঁছবেন বিস্তারকরা, খবর সূত্রের। রাজ্যে আইটি সেলের কর্মকাণ্ড দেখবেন অমিত মালব্য। মেদিনীপুর জোনের দায়িত্বে সুনীল দেওধর। ত্রিপুরায় জয়ের কান্ডারি সুনীল দেওধর। রাঢ়বঙ্গ জোনের দায়িত্বে বিনোদ সোনকার। উত্তরবঙ্গের দায়িত্বে হরিশ দ্বিবেদী। কলকাতা জোনের দায়িত্বে দুষ্মন্ত গৌতম।