West Bengal Elections 2021: 'সকালে একটা উইকেট আর বিকেলে হিট উইকেট', রাজীব-বৈশালী প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ দিলীপের

Continues below advertisement
"এখন তো প্রতিদিনই চমক। গতকাল তো ডবল চমক ছিল। সকালে একটা উইকেট পড়ল আর বিকেলে একটা হিট উইকেট হয়ে গেল। এখন দেখা যাক কি হয়। চমক চলতে হবে। তবে সবথেকে বড় চমক তো মে মাসে হবে যখন সরকারই বদলে যাবে", গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) মন্ত্রিত্ব-ত্যাগ ও বৈশালী ডালমিয়াকে (Baishakhi Dalmia) বহিষ্কার প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram